ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

রক্ত দানে সবার শীর্ষে বগুড়া ব্লাড ডোনার সোসাইটি BBDS

মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম),এম.এ,বার্তা সম্পাদক: প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ণ

আলহামদুলিল্লাহ, শীতের তীব্রতাকে জয় করে গতরাত ১০ টার পর মানবিকতা টানে এগিয়ে এসে ২২ তম বারের মতো A+ রক্তদান করলেন @Alamin ভাইয়া.. আল্লাহ তা আলা ভাইকে সুস্থতা ও নেক হায়াত দান করুক।

সবাই করি রক্তদান রক্ত দিয়ে বাছাই প্রাণ পঞ্চম বারের মতো এ পজেটিভ লাল ভালোবাসা দান করলেন @Ew’r Tasu সবাই রুগি ও ডোনারের জন্য দোয়া করবেন।

বগুড়া ব্লাড ডোনার সোসাইটি BBDS এর পক্ষ থেকে সকল সদস্যদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন , আমাদের পরিবার আরো এগিয়ে যাবে মানুষের সেবায়। সবার সহযোগীতায় এগিয়ে যাচ্ছে বগুড়া ব্লাড ডোনার সোসাইটি BBDS.আগামীতে এ ধারা যাহাতে অব্যাহত থাকে তাহার জন্য বগুড়া ব্লাড ডোনার সোসাইটি BBDS এর এডমিন কে সদা সৎতার সাথে কাজ করার জন্য অনুরোধ করা হইলো।পরিশেষে বগুড়া ব্লাড ডোনার সোসাইটি BBDS কে আবার ধন্যবাদ জানানো হইলো।