প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

রক্ত দানে সবার শীর্ষে বগুড়া ব্লাড ডোনার সোসাইটি BBDS

আলহামদুলিল্লাহ, শীতের তীব্রতাকে জয় করে গতরাত ১০ টার পর মানবিকতা টানে এগিয়ে এসে ২২ তম বারের মতো A+ রক্তদান করলেন @Alamin ভাইয়া.. আল্লাহ তা আলা ভাইকে সুস্থতা ও নেক হায়াত দান করুক।

সবাই করি রক্তদান রক্ত দিয়ে বাছাই প্রাণ পঞ্চম বারের মতো এ পজেটিভ লাল ভালোবাসা দান করলেন @Ew’r Tasu সবাই রুগি ও ডোনারের জন্য দোয়া করবেন।

বগুড়া ব্লাড ডোনার সোসাইটি BBDS এর পক্ষ থেকে সকল সদস্যদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন , আমাদের পরিবার আরো এগিয়ে যাবে মানুষের সেবায়। সবার সহযোগীতায় এগিয়ে যাচ্ছে বগুড়া ব্লাড ডোনার সোসাইটি BBDS.আগামীতে এ ধারা যাহাতে অব্যাহত থাকে তাহার জন্য বগুড়া ব্লাড ডোনার সোসাইটি BBDS এর এডমিন কে সদা সৎতার সাথে কাজ করার জন্য অনুরোধ করা হইলো।পরিশেষে বগুড়া ব্লাড ডোনার সোসাইটি BBDS কে আবার ধন্যবাদ জানানো হইলো।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন