ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের যোগদান

স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৪:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডাঃ রাশেদ আল মামুন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে এই কর্মকর্তা যোগদান করেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা শুভেচ্ছা জানান।
সিভিল সার্জন পদে সদ্য পদোন্নতি পাওয়া স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিনের জায়গায় তিনি স্থলাভিষিক্ত হলেন।

পরে দুপুরে এই উপলক্ষে এক বিশেষ স্বাগত অনুষ্ঠানে ডাঃ রাশেদ আল মামুন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।

এসময় নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন উপজেলার স্বাস্থ্য সেবা খাতকে আরো উন্নত ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সাংসদ সেলিম আলতাফ জর্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সহোযোগিতা কামনা করেন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পূর্বে ডাঃ রাশেদ আল মামুন বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি,এস,ও হিসেবে কর্মরত ছিলেন।ইতিপূর্বে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় তিন তিনবার জাতীয় পুরস্কারে ভূষিত হন এই কর্মকর্তা। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের যোগদানে উপজেলার চিকিৎসা ব্যবস্থাপনা ও সেবা খাত আরও বেশি আধুনিক ও উন্নত হবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের।