ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
এসময় নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন উপজেলার স্বাস্থ্য সেবা খাতকে আরো উন্নত ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সাংসদ সেলিম আলতাফ জর্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সহোযোগিতা কামনা করেন।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পূর্বে ডাঃ রাশেদ আল মামুন বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি,এস,ও হিসেবে কর্মরত ছিলেন।ইতিপূর্বে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় তিন তিনবার জাতীয় পুরস্কারে ভূষিত হন এই কর্মকর্তা। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের যোগদানে উপজেলার চিকিৎসা ব্যবস্থাপনা ও সেবা খাত আরও বেশি আধুনিক ও উন্নত হবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের।
আপনার মতামত লিখুন :