প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের যোগদান

স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডাঃ রাশেদ আল মামুন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে এই কর্মকর্তা যোগদান করেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা শুভেচ্ছা জানান।
সিভিল সার্জন পদে সদ্য পদোন্নতি পাওয়া স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিনের জায়গায় তিনি স্থলাভিষিক্ত হলেন।

পরে দুপুরে এই উপলক্ষে এক বিশেষ স্বাগত অনুষ্ঠানে ডাঃ রাশেদ আল মামুন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।

এসময় নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন উপজেলার স্বাস্থ্য সেবা খাতকে আরো উন্নত ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সাংসদ সেলিম আলতাফ জর্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সহোযোগিতা কামনা করেন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পূর্বে ডাঃ রাশেদ আল মামুন বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি,এস,ও হিসেবে কর্মরত ছিলেন।ইতিপূর্বে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় তিন তিনবার জাতীয় পুরস্কারে ভূষিত হন এই কর্মকর্তা। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের যোগদানে উপজেলার চিকিৎসা ব্যবস্থাপনা ও সেবা খাত আরও বেশি আধুনিক ও উন্নত হবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন