ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

মামলার রহস্য উদঘাটনে সম্মাননায় ভূষিত

শামীম অমৃত জ্যোতি,বিশেষ প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৮:৫০ পূর্বাহ্ণ

মামলার রহস্য উদঘাটনে সম্মাননায় ভূষিত । সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের সিনিয়র অফিসার শামীম আল মামুন মামলার রহস্য উদঘাটনের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশ রেঞ্জ ডিআইজি’ কার্যালয় সিলেট হতে সম্মাননা পত্র তুলে দেয়া হয়েছে ১৯শে অক্টোবর বৃহস্পতিবারে। মোঃশামীম আল-মামুন (বিপি-৮২০২০৩৮১৪৯)এসআই নিরস্ত্র তিনি বর্তমানে সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্মরত আছেন।জুলাই হতে সেপ্টেম্বর/ ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত অনুদঘাটিত মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদান রাখার জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী এসআই (নিরস্ত্র) হিসেবে এ সম্মাননা পান। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম সেবা সাক্ষরিত সনদের মাধ্যমে।সম্মাননায় ভূষিত সিনিয়র অফিসার এসআই শামীম আল-মামুন জানান আমি শুধুমাত্র কর্তব্য করে গেছি।তবে এমন সম্মাননায় বাংলাদেশ সরকার তথা আমাদর কতৃপক্ষের নিকট সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাই।দেশ জাতি তথা জন্মস্থান সহ সকল শ্রদ্ধেয় গুনিজনদের প্রতি দোয়া ও আর্শিবাদ কামনা করছি।আমিযেন বাংলাদেশ পুলিশের সামান্য কর্মী হিসেবে দায়িত্ব পালনে একটুও পিছপা না হই।