প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মামলার রহস্য উদঘাটনে সম্মাননায় ভূষিত

মামলার রহস্য উদঘাটনে সম্মাননায় ভূষিত । সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের সিনিয়র অফিসার শামীম আল মামুন মামলার রহস্য উদঘাটনের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশ রেঞ্জ ডিআইজি’ কার্যালয় সিলেট হতে সম্মাননা পত্র তুলে দেয়া হয়েছে ১৯শে অক্টোবর বৃহস্পতিবারে। মোঃশামীম আল-মামুন (বিপি-৮২০২০৩৮১৪৯)এসআই নিরস্ত্র তিনি বর্তমানে সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্মরত আছেন।জুলাই হতে সেপ্টেম্বর/ ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত অনুদঘাটিত মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদান রাখার জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী এসআই (নিরস্ত্র) হিসেবে এ সম্মাননা পান। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম সেবা সাক্ষরিত সনদের মাধ্যমে।সম্মাননায় ভূষিত সিনিয়র অফিসার এসআই শামীম আল-মামুন জানান আমি শুধুমাত্র কর্তব্য করে গেছি।তবে এমন সম্মাননায় বাংলাদেশ সরকার তথা আমাদর কতৃপক্ষের নিকট সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাই।দেশ জাতি তথা জন্মস্থান সহ সকল শ্রদ্ধেয় গুনিজনদের প্রতি দোয়া ও আর্শিবাদ কামনা করছি।আমিযেন বাংলাদেশ পুলিশের সামান্য কর্মী হিসেবে দায়িত্ব পালনে একটুও পিছপা না হই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন