ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

বলবে কি কেউ আমায়

Monira Akter প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৩:৩৫ পূর্বাহ্ণ

আর কতগুলো বৈশাখী ঝড়ে আমার কুঁড়েঘর উড়ে গেলে
জন্ম নেবার অভিশাপ আমার মুছে যাবে?
আর কতগুলো জৈষ্ঠ্যের খরায় এ হৃদয় ফেটে চৌচির হলে জন্ম নেবার অভিশাপ আমার মুছে যাবে?
আর কতগুলো আষাঢ়ের বৃষ্টি ধারায় অবিরাম ভিজে গেলে জন্ম নেবার অভিশাপ আমার মুছে যাবে?
আর কতগুলো শ্রাবণের ঝরো বাতাসে দীর্ঘনিঃস্বাস মিলিয়ে গেলে জন্ম নেবার অভিশাপ আমার মুছে যাবে?
আর কতগুলো ভাদ্রের জোছনায় প্লাবিত তুমি বিহিন রাত্রী কাটালে জন্ম নেবার অভিশাপ আমার মুছে যাবে?
আর কতগুলো আশ্বিন মাসের জলশূন্য ভাসমান এক খন্ড খন্ড সাদা মেঘ দেখে দেখে নির্ঝর কেঁদে গেলে।
আর্তনাদে আকাশ বাতাস কাঁপিয়ে তুললে?
জন্ম নেবার নেবার অভিশাপ আমার মুছে যাবে?