প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

বলবে কি কেউ আমায়

আর কতগুলো বৈশাখী ঝড়ে আমার কুঁড়েঘর উড়ে গেলে
জন্ম নেবার অভিশাপ আমার মুছে যাবে?
আর কতগুলো জৈষ্ঠ্যের খরায় এ হৃদয় ফেটে চৌচির হলে জন্ম নেবার অভিশাপ আমার মুছে যাবে?
আর কতগুলো আষাঢ়ের বৃষ্টি ধারায় অবিরাম ভিজে গেলে জন্ম নেবার অভিশাপ আমার মুছে যাবে?
আর কতগুলো শ্রাবণের ঝরো বাতাসে দীর্ঘনিঃস্বাস মিলিয়ে গেলে জন্ম নেবার অভিশাপ আমার মুছে যাবে?
আর কতগুলো ভাদ্রের জোছনায় প্লাবিত তুমি বিহিন রাত্রী কাটালে জন্ম নেবার অভিশাপ আমার মুছে যাবে?
আর কতগুলো আশ্বিন মাসের জলশূন্য ভাসমান এক খন্ড খন্ড সাদা মেঘ দেখে দেখে নির্ঝর কেঁদে গেলে।
আর্তনাদে আকাশ বাতাস কাঁপিয়ে তুললে?
জন্ম নেবার নেবার অভিশাপ আমার মুছে যাবে?

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন