ঢাকা বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫
যদি সময়ের ব্যবধানে
দূরে কোথাও হারিয়ে যাও।
তবে একেবারেই হারিয়ে যেওনা।
কিছু টা থেকে যেও।
আমার অনুভবে, আমার কল্পনায়, আমার ভালোবাসায় কিছু টা থেকে যেও।
সবটুকু হারিয়ে যেওনা
কিছু টা থেকে যেও।
কিছু টা রেখে যেও।
ফিরে আসার মতো কিছু একটা।
অপেক্ষায় আছি 🥺❤️
আপনার মতামত লিখুন :