প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

অপেক্ষায় আছি

যদি সময়ের ব্যবধানে
দূরে কোথাও হারিয়ে যাও।
তবে একেবারেই হারিয়ে যেওনা।
কিছু টা থেকে যেও।
আমার অনুভবে, আমার কল্পনায়, আমার ভালোবাসায় কিছু টা থেকে যেও।
সবটুকু হারিয়ে যেওনা
কিছু টা থেকে যেও।
কিছু টা রেখে যেও।
ফিরে আসার মতো কিছু একটা।
অপেক্ষায় আছি 🥺❤️

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন