ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

মুসাফির

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৫:০০ অপরাহ্ণ

মুসাফির ইলমের সন্ধানে দেশে দেশে ঘুরে বেড়াতেন। একদিন তিনি তেহরান শহরে এসে পৌঁছলেন । আসরের সময় হয়ে পড়েছিল । তিনি মাসজিদে গিয়ে প্রথম কাতারে ইমামের পিছনে জামাআতে শরীক হলেন । নামাজের পর এই অপরিচিত মুসাফিরকে দেখে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন : আপনি কোথায় থাকেন এবং কি করেন? মুসাফির বললেন, ইলমের সন্ধানে আমি দেশে দেশে ঘুরে বেড়াই । ইলম অর্জন করাই আমার নেশা ও পেশা । ইমাম সাহেব বললেন- তাহলে আপনার জীবিকার ব্যবস্থা হয় কিভাবে? মুসাফির বললেন, দাঁড়ান নামাজটা দোহরিয়ে নিই । নামাজ দোহরানের পর ইমাম সাহেব বললেনঃ আসরের নামাজ জামাআতে আদায় করেছেন, তারপর আবার কিসের নামাজ পড়লেন? মুসাফির বললেন, আপনার পিছনে নামাজ পড়ার কারণে নামাজ দোহরাতে হলো । কারণ আমার সন্দেহ হয়েছে যে, আপনি পবিত্র কুরআনের একটি আয়াত বিশ্বাস করেন না, যার জন্য আপনি আমাকে প্রশ্ন করেছেন যে, আমার জীবিকা আসে কোথা থেকে। অথচ আল্লাহ্ পাক এরশাদ করেছেন— আল্লাহ্ শ্রেষ্ঠ রিযিকদাতা। জমিনের উপর চলার মতো এমন কোনো জীব নেই যার রিযিক আল্লাহর জিম্মাদারীতে নেই। যারা কুরআনের কথায় সন্দেহ করে তাদের ঈমান থাকে না। আর যার ঈমান থাকে না তার পিছনে নামাজ হয় না । তাই মৃত্যু আসার আগেই নামাজ পুনরায় পড়ে নিলাম। এ কথা শুনে ইমাম সাহেব খুবই লজ্জিত হলেন । (সংগ্রহ ঃ মাওয়ায়েযে আশরাফিয়া করাচী ছাপা, ৭ম খন্ড, পৃষ্ঠা ১৮৫)।