প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

মুসাফির

মুসাফির ইলমের সন্ধানে দেশে দেশে ঘুরে বেড়াতেন। একদিন তিনি তেহরান শহরে এসে পৌঁছলেন । আসরের সময় হয়ে পড়েছিল । তিনি মাসজিদে গিয়ে প্রথম কাতারে ইমামের পিছনে জামাআতে শরীক হলেন । নামাজের পর এই অপরিচিত মুসাফিরকে দেখে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন : আপনি কোথায় থাকেন এবং কি করেন? মুসাফির বললেন, ইলমের সন্ধানে আমি দেশে দেশে ঘুরে বেড়াই । ইলম অর্জন করাই আমার নেশা ও পেশা । ইমাম সাহেব বললেন- তাহলে আপনার জীবিকার ব্যবস্থা হয় কিভাবে? মুসাফির বললেন, দাঁড়ান নামাজটা দোহরিয়ে নিই । নামাজ দোহরানের পর ইমাম সাহেব বললেনঃ আসরের নামাজ জামাআতে আদায় করেছেন, তারপর আবার কিসের নামাজ পড়লেন? মুসাফির বললেন, আপনার পিছনে নামাজ পড়ার কারণে নামাজ দোহরাতে হলো । কারণ আমার সন্দেহ হয়েছে যে, আপনি পবিত্র কুরআনের একটি আয়াত বিশ্বাস করেন না, যার জন্য আপনি আমাকে প্রশ্ন করেছেন যে, আমার জীবিকা আসে কোথা থেকে। অথচ আল্লাহ্ পাক এরশাদ করেছেন— আল্লাহ্ শ্রেষ্ঠ রিযিকদাতা। জমিনের উপর চলার মতো এমন কোনো জীব নেই যার রিযিক আল্লাহর জিম্মাদারীতে নেই। যারা কুরআনের কথায় সন্দেহ করে তাদের ঈমান থাকে না। আর যার ঈমান থাকে না তার পিছনে নামাজ হয় না । তাই মৃত্যু আসার আগেই নামাজ পুনরায় পড়ে নিলাম। এ কথা শুনে ইমাম সাহেব খুবই লজ্জিত হলেন । (সংগ্রহ ঃ মাওয়ায়েযে আশরাফিয়া করাচী ছাপা, ৭ম খন্ড, পৃষ্ঠা ১৮৫)।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন