ঢাকা মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫
উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী, সমাজসেবা কর্মকর্তা মোহা: রেজওয়ানুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. মহিদুল ইসলাম।
এ সময় ভুমিকম্প ও অগ্নিকান্ডের মতো দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়গুলো হাতে কলমে দেখানো হয়। এর আগে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সকল অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মী, গৃহিণী সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নওগাঁ #
আপনার মতামত লিখুন :