প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫ ২৯ আশ্বিন, ১৪৩২ ২১ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী, সমাজসেবা কর্মকর্তা মোহা: রেজওয়ানুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. মহিদুল ইসলাম।

এ সময় ভুমিকম্প ও অগ্নিকান্ডের মতো দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়গুলো হাতে কলমে দেখানো হয়। এর আগে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সকল অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মী, গৃহিণী সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নওগাঁ #

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন