ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

বীরগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

✒ মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি। প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি। ৩০ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বীরগঞ্জ উপজেলা শালবন মিলনায়তনে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদীয় আসন দিনাজপুর-১ এর উদ্যোগে (বীরগঞ্জ-কাহারোল) আসনের নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীলদের করণীয় ও নির্দেশনা প্রদানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। , দিনাজপুর-১ এর আসন পরিচালক মোঃ রবিউল ইসলাম, এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন । এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিম সদস্য, মোঃ আব্দুর রশিদ, রংপুর-দিনাজপুর অঞ্চল; অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা আমীর, দিনাজপুর, মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা আমীর ও এমপি প্রার্থী, দিনাজপুর-৬, মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা সেক্রেটারি, দিনাজপুর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর-১ আসনের মনোনীত এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।