প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বীরগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি। ৩০ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বীরগঞ্জ উপজেলা শালবন মিলনায়তনে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদীয় আসন দিনাজপুর-১ এর উদ্যোগে (বীরগঞ্জ-কাহারোল) আসনের নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীলদের করণীয় ও নির্দেশনা প্রদানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। , দিনাজপুর-১ এর আসন পরিচালক মোঃ রবিউল ইসলাম, এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন । এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিম সদস্য, মোঃ আব্দুর রশিদ, রংপুর-দিনাজপুর অঞ্চল; অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা আমীর, দিনাজপুর, মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা আমীর ও এমপি প্রার্থী, দিনাজপুর-৬, মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা সেক্রেটারি, দিনাজপুর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর-১ আসনের মনোনীত এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন