ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নদীভাঙনের শিকার হওয়া বাস্তুচ্যুত পরিদর্শন করেন সাবেক এমপি,হুইপ শাহাজাহান চৌধুরী

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ

কামরুন তানিয়া,উখিয়া টেকনাফ থেকে

টেকনাফ শাহপরীর দ্বীপে নদীভাঙনের শিকার হয়ে বাস্তুচ্যুত প্রায় ২৫০টি পরিবার বর্তমানে উখিয়ার হাজমরোড এবং লাম্বাশিয়া এলাকায় চরম মানবেতর জীবনযাপন করছে।

এসব বাস্তুচ্যুত মানুষের খোঁজখবর নিতে এবং তাদের সমস্যার কথা সরাসরি শুনতে আজ উখিয়ার কুতুপালং হাজমরোড এলাকায় মতবিনিময় সভায় অংশ নেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী।তিনি বাস্তবিক চিত্র পরিদর্শন করে বক্তব্যে তুলে ধরেন তাদের প্রতি সমবেদনাবোধ করে আগামীতে ভালো কিছু করে দিবেন,সহযোগিতা করবেন বলে আস্বস্ত করেছেন।