প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নদীভাঙনের শিকার হওয়া বাস্তুচ্যুত পরিদর্শন করেন সাবেক এমপি,হুইপ শাহাজাহান চৌধুরী

কামরুন তানিয়া,উখিয়া টেকনাফ থেকে

টেকনাফ শাহপরীর দ্বীপে নদীভাঙনের শিকার হয়ে বাস্তুচ্যুত প্রায় ২৫০টি পরিবার বর্তমানে উখিয়ার হাজমরোড এবং লাম্বাশিয়া এলাকায় চরম মানবেতর জীবনযাপন করছে।

এসব বাস্তুচ্যুত মানুষের খোঁজখবর নিতে এবং তাদের সমস্যার কথা সরাসরি শুনতে আজ উখিয়ার কুতুপালং হাজমরোড এলাকায় মতবিনিময় সভায় অংশ নেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী।তিনি বাস্তবিক চিত্র পরিদর্শন করে বক্তব্যে তুলে ধরেন তাদের প্রতি সমবেদনাবোধ করে আগামীতে ভালো কিছু করে দিবেন,সহযোগিতা করবেন বলে আস্বস্ত করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন