ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ সালাউদ্দিন:-খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় (২২ সেপ্টেম্বর) সোমবার সিন্দুকছড়ি জোন কর্তৃক গুইমারা উপজেলার, ৩নং সিন্দুকছড়ি ইউনিয়নের, গড়াইছড়ি এলাকার ডেবলছড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাজ কল্যাণে সহায়তার আওতায় ছাত্র-ছাত্রী ও এলাকার সাধারণ মানুষের ভোগান্তি রোধে বাঁশের সেতু উদ্বোধন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের এইচএসসির সম্পূর্ণ বই,দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী,চিকিৎসা ও অসচ্ছল ব্যক্তিদের নগর অর্থ সহায়তা ও দুর্গা পূজা উদযাপনে নগদ সহায়তা বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।
পাশাপাশি একই স্থানে সিন্দুকছড়ি জোন সদর হতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির,(এএমসি) ও ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব এর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ২০০ জন পাহাড়ি অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসমাইল শামস আজিজী পি এস সি জি, জোন উপ- অধিনায়ক মেজর মো: মাজহার হোসেন রাব্বানী ও সিন্দুকছড়ি জোনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
এ সময় জোন অধিনায়ক উপস্থিত চিকিৎসাভোগী ,সহায়তাভোগী , সাধারণ জনতা ও ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন সর্বোপরি সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :