প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শান্তি সম্প্রীতি উন্নয়নে সিন্দুকছড়ি জোন ‎

‎মোঃ সালাউদ্দিন:-খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারি ব্রিগেড  গুইমারা রিজিয়নের আওতাধীন  ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের  দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
‎
‎এরই ধারাবাহিকতায় (২২  সেপ্টেম্বর) সোমবার   সিন্দুকছড়ি জোন কর্তৃক গুইমারা উপজেলার, ৩নং সিন্দুকছড়ি ইউনিয়নের, গড়াইছড়ি এলাকার ডেবলছড়ি  মাধ্যমিক বিদ্যালয় মাঠে  সমাজ কল্যাণে সহায়তার আওতায় ছাত্র-ছাত্রী ও এলাকার সাধারণ মানুষের ভোগান্তি রোধে  বাঁশের সেতু উদ্বোধন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে  ল্যাপটপ, গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের এইচএসসির সম্পূর্ণ বই,দুটি শিক্ষা প্রতিষ্ঠানে  ক্রীড়া সামগ্রী,চিকিৎসা ও অসচ্ছল ব্যক্তিদের  নগর অর্থ সহায়তা ও  দুর্গা পূজা উদযাপনে নগদ সহায়তা  বিতরণ  করেন বাংলাদেশ সেনাবাহিনী।
‎
‎পাশাপাশি একই স্থানে  সিন্দুকছড়ি জোন সদর হতে মেডিকেল অফিসার  ক্যাপ্টেন নাহিয়ান কবির,(এএমসি) ও ক্যাপ্টেন  আকিব ইউসুফ নাজিব  এর  নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
‎
‎উক্ত মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ২০০ জন পাহাড়ি অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
‎
‎এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট  আর্টিলারি সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসমাইল শামস আজিজী  পি এস সি জি,  জোন উপ- অধিনায়ক মেজর মো: মাজহার হোসেন রাব্বানী  ও সিন্দুকছড়ি জোনের অন্যান্য  কর্মকর্তা বৃন্দ।
‎
‎এ সময় জোন  অধিনায়ক উপস্থিত চিকিৎসাভোগী ,সহায়তাভোগী , সাধারণ জনতা ও ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন সর্বোপরি  সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের  সহযোগীতা কামনা করেন।
‎

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন