ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আনোয়ার হোসেন, মির্জাপুর প্রতিনিধিঃ টাংগাইল মির্জাপুর ভাওড়া ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভাওড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভার কার্যক্রম শুরু হয় । অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ আওলাদ হোসেন সরকারের সন্তান মোহাম্মদ জহিরুল ইসলাম জাহিদ সরকার ভাওড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি , পরিচিতি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন । প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাসান নবগঠিত কমিটির সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন । এই পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি ফরহাদুল ইসলাম ফরহাদ ও এস এম শামসুল আলম । উপজেলা বিএনপির সদস্য সরকার লিটন মাহমুদ, মোঃ শাহিন আলম ও ইঞ্জিনিয়ার মোঃ শরীফ মিয়া । আরো উপস্থিত ছিলেন ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাট ,সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম খান , বিশিষ্ট সমাজ সেবক হাদিউর রেহমান খান রিপনসহ ভাওড়া ইউনিয়ন বিএনপি , ছাত্রদল ,যুবদল বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ , শিক্ষক , কর্মচারী, অভিভাবক, সাংবাদিক গণ এ সময় উপস্থিত ছিলেন ।। নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জাহিদ সরকার তার বক্তব্য বলেন আমি এলাকাবাসী ও শিক্ষক মন্ডলী সকলের সহযোগিতা নিয়ে সবসময় স্কুলের সার্বিক কল্যাণে কাজ করে যাব এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি । সকলেই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সব সময় ভালো কিছু করার চেষ্টা করিব । এছাড়াও উপস্থিত সকল বক্তাগণ তাদের বক্তব্যে সব সময় স্কুলের পাশে থেকে সাহায্য সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন । এডহক কমিটির অন্য দুজন সদস্য হলেন মোঃ ইসরাফিল মিয়া সাধারণ শিক্ষক সদস্য ও খন্দকার সালাহ উদ্দিন ডন অভিভাবক সদস্য ।
আপনার মতামত লিখুন :