প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভাওড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, মির্জাপুর প্রতিনিধিঃ  টাংগাইল মির্জাপুর ভাওড়া ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভাওড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভার কার্যক্রম শুরু হয় । অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ আওলাদ হোসেন সরকারের সন্তান মোহাম্মদ জহিরুল ইসলাম জাহিদ সরকার ভাওড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি , পরিচিতি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন । প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাসান নবগঠিত কমিটির সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন । এই পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি ফরহাদুল ইসলাম ফরহাদ ও এস এম শামসুল আলম । উপজেলা বিএনপির সদস্য সরকার লিটন মাহমুদ, মোঃ শাহিন আলম ও ইঞ্জিনিয়ার মোঃ শরীফ মিয়া । আরো উপস্থিত ছিলেন ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাট ,সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম খান , বিশিষ্ট সমাজ সেবক হাদিউর রেহমান খান রিপনসহ ভাওড়া ইউনিয়ন বিএনপি , ছাত্রদল ,যুবদল বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ , শিক্ষক , কর্মচারী, অভিভাবক, সাংবাদিক গণ এ সময় উপস্থিত ছিলেন ।। নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জাহিদ সরকার তার বক্তব্য বলেন আমি এলাকাবাসী ও শিক্ষক মন্ডলী সকলের সহযোগিতা নিয়ে সবসময় স্কুলের সার্বিক কল্যাণে কাজ করে যাব এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি । সকলেই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সব সময় ভালো কিছু করার চেষ্টা করিব । এছাড়াও উপস্থিত সকল বক্তাগণ তাদের বক্তব্যে সব সময় স্কুলের পাশে থেকে সাহায্য সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন । এডহক কমিটির অন্য দুজন সদস্য হলেন মোঃ ইসরাফিল মিয়া সাধারণ শিক্ষক সদস্য ও খন্দকার সালাহ উদ্দিন ডন অভিভাবক সদস্য ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন