আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অটোভ্যানচালকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নজরুল পাইকার (৪৩) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছে সানোয়ার আনোয়ার ও তার পরিবারের সদস্যরা। তারা রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে অসহায় পরিবারের ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। গ্রামবাসীর দাবি, সানোয়ার আনোয়ার ও তার অনুসারী আরমান, আতিক, সানিক ও সাব্বির সামান্য কথাকাটাকাটিতেও ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয়দের ওপর হামলা চালায়। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে পুরো এলাকার মানুষ। ভুক্তভোগী নজরুল পাইকার জানান, পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী কায়দায় তার বসতবাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্রসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনাটির ভিডিও স্থানীয়দের মোবাইলে ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :