প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীতে অটোভ্যানচালকের বাড়িতে হামলা, থানায় অভিযোগ

 আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অটোভ্যানচালকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নজরুল পাইকার (৪৩) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছে সানোয়ার আনোয়ার ও তার পরিবারের সদস্যরা। তারা রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে অসহায় পরিবারের ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। গ্রামবাসীর দাবি, সানোয়ার আনোয়ার ও তার অনুসারী আরমান, আতিক, সানিক ও সাব্বির সামান্য কথাকাটাকাটিতেও ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয়দের ওপর হামলা চালায়। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে পুরো এলাকার মানুষ। ভুক্তভোগী নজরুল পাইকার জানান, পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী কায়দায় তার বসতবাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্রসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনাটির ভিডিও স্থানীয়দের মোবাইলে ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন