ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর গ্রামের নজির হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৮), যিনি স্থানীয় আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত, তাকে অপহরণের অভিযোগ উঠেছে।পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাদিয়া জেনারেল হাসপাতালে রোগী দেখতে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা তার পরিবারের কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। ইতোমধ্যেই ভুক্তভোগীর মোবাইল নম্বরে সাত হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায় করে ক্যাশ আউট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে একটি পুলিশ টিম অভিযান চালাচ্ছে। তবে এখনো ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :