প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ সমর্থককে অপহরণ, চাঁদাদাবীর অভিযোগ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর গ্রামের নজির হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৮), যিনি স্থানীয় আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত, তাকে অপহরণের অভিযোগ উঠেছে।পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাদিয়া জেনারেল হাসপাতালে রোগী দেখতে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা তার পরিবারের কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। ইতোমধ্যেই ভুক্তভোগীর মোবাইল নম্বরে সাত হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায় করে ক্যাশ আউট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে একটি পুলিশ টিম অভিযান চালাচ্ছে। তবে এখনো ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন