ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে এক তরুণীর অনশন অতঃপর মীমাংসা

✒ এম টি আই আহাদ মাহমুদঃ নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ

এম টি আই আহাদ মাহমুদঃ নিজস্ব প্রতিবেদক। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩ নং কামারদহ ইউনিয়নের মাস্তা (সাতভাই পাড়া) গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আশিক কে বিয়ের করার দাবিতে তার বসত বাড়িতে অনশন করেছিলো এক তরুণী (নাম অজানা) কিন্তু বিবাহ না দিয়ে এমনকি আইনগত ব্যবস্থা না নিয়ে গেলো শুক্রবার দিবাগত রাতে কামারদহ ইউনিয়নের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সতর্ক মহলের আলোচনা মোতাবেক দুই পক্ষকে নিয়ে থানায় বসে মীমাংসা করা হয়েছে বলে জানা গেছে। তবে কেনই বা সেই তরুণী আশরাফুলের বাড়িতে করল অনশন আর কেনই বা বিবাহ ছাড়াও হল দফারফা সেটি এখনও অজানা।