প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে এক তরুণীর অনশন অতঃপর মীমাংসা

এম টি আই আহাদ মাহমুদঃ নিজস্ব প্রতিবেদক। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩ নং কামারদহ ইউনিয়নের মাস্তা (সাতভাই পাড়া) গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আশিক কে বিয়ের করার দাবিতে তার বসত বাড়িতে অনশন করেছিলো এক তরুণী (নাম অজানা) কিন্তু বিবাহ না দিয়ে এমনকি আইনগত ব্যবস্থা না নিয়ে গেলো শুক্রবার দিবাগত রাতে কামারদহ ইউনিয়নের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সতর্ক মহলের আলোচনা মোতাবেক দুই পক্ষকে নিয়ে থানায় বসে মীমাংসা করা হয়েছে বলে জানা গেছে। তবে কেনই বা সেই তরুণী আশরাফুলের বাড়িতে করল অনশন আর কেনই বা বিবাহ ছাড়াও হল দফারফা সেটি এখনও অজানা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন