ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

গোমস্তাপুরে শহীদ তারকের কবর জিয়ারত করলেন জেলা প্রশাসন

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ

মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় ২৪সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তারেক এর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন, উপজেলা এলজিইডিপ্রকৌশলী আহছাবুর রহমান, উপজেলা বিএমডিএ প্রকৌশলী আলিম আব্দুল মান্নান,ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও জামায়াতের ইসলামীর নেতা কর্মীগণ,প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক গন।

মঙ্গলবার (০৫আগস্ট) সকালে উপজেলার চৌডালা ইউনিয়নে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তারেক এর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসক আব্দুস সামাদ । জুলাই যুদ্ধে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়

এরপর জেলা প্রশাসক শহীদ তারেকের বাবা মা ভাই বোন ও স্বজনের সঙ্গে কথা বলেন। পরিবারের খোঁজখবর নেন। জেলা প্রশাসক আব্দুস সামাদ
বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে।