প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

গোমস্তাপুরে শহীদ তারকের কবর জিয়ারত করলেন জেলা প্রশাসন

মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় ২৪সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তারেক এর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন, উপজেলা এলজিইডিপ্রকৌশলী আহছাবুর রহমান, উপজেলা বিএমডিএ প্রকৌশলী আলিম আব্দুল মান্নান,ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও জামায়াতের ইসলামীর নেতা কর্মীগণ,প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক গন।

মঙ্গলবার (০৫আগস্ট) সকালে উপজেলার চৌডালা ইউনিয়নে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তারেক এর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসক আব্দুস সামাদ । জুলাই যুদ্ধে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়

এরপর জেলা প্রশাসক শহীদ তারেকের বাবা মা ভাই বোন ও স্বজনের সঙ্গে কথা বলেন। পরিবারের খোঁজখবর নেন। জেলা প্রশাসক আব্দুস সামাদ
বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন