ঢাকা বুধবার ২৩শে জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ২৩শে জুলাই, ২০২৫

গোবিন্দগঞ্জ থানার নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে পবিত্র কুমারের যোগদান

✒ মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পদে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন পবিত্র কুমার। রবিবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি থানার পুলিশ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

পবিত্র কুমার এর আগে বিভিন্ন থানায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, “গোবিন্দগঞ্জ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি বদ্ধপরিকর। জনগণের সেবা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো।”

নতুন দায়িত্ব গ্রহণে এলাকার সচেতন মহল তাকে শুভেচ্ছা জানিয়েছে।