প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৩শে জুলাই, ২০২৫ ৮ই শ্রাবণ, ১৪৩২ ২৭শে মহর্‌রম, ১৪৪৭

গোবিন্দগঞ্জ থানার নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে পবিত্র কুমারের যোগদান

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পদে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন পবিত্র কুমার। রবিবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি থানার পুলিশ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

পবিত্র কুমার এর আগে বিভিন্ন থানায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, “গোবিন্দগঞ্জ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি বদ্ধপরিকর। জনগণের সেবা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো।”

নতুন দায়িত্ব গ্রহণে এলাকার সচেতন মহল তাকে শুভেচ্ছা জানিয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন