ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

মোহাম্মদপুরে সাপে কেটে মাদ্রাসাছাত্রীর মৃ*ত্যু

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম

মাগুরার মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামে সাপে কেটে লামিমা জাকিয়া (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত লামিমা বাবুখালী আদর্শ দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।
লামিমা দাতিয়াদহ গ্রামের মামুন শেখের কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) রাত আনুমানিক ১২টার দিকে লামিমাকে একটি বিষাক্ত সাপ দংশন করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে ভ্যানে করে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।

কিন্তু পথেই, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে খালিয়া গ্রামের পৌঁছালে লামিমা মারা যায়।
এই অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।