প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোহাম্মদপুরে সাপে কেটে মাদ্রাসাছাত্রীর মৃ*ত্যু

স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম

মাগুরার মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামে সাপে কেটে লামিমা জাকিয়া (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত লামিমা বাবুখালী আদর্শ দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।
লামিমা দাতিয়াদহ গ্রামের মামুন শেখের কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) রাত আনুমানিক ১২টার দিকে লামিমাকে একটি বিষাক্ত সাপ দংশন করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে ভ্যানে করে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।

কিন্তু পথেই, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে খালিয়া গ্রামের পৌঁছালে লামিমা মারা যায়।
এই অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন