ঢাকা রবিবার ৬ই জুলাই, ২০২৫

ঢাকা রবিবার ৬ই জুলাই, ২০২৫

পাবনায় বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন যুবক

✒ এস এম আলমগীর চাঁদ , বিশেষ প্রতিনিধি :  প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:১২ অপরাহ্ণ

এস এম আলমগীর চাঁদ , বিশেষ প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় পারিবারিকভাবে বিয়ের জন্য চাপ দেয়ায় ক্ষুব্ধ হয়ে নিজের পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে ফেলেছেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে ২৬ জুন, বেড়ার কৈটলা ইউনিয়নের মানিকনগর গ্রামে। আহত যুবকের নাম নাজমুল তিনি পেশায় এস্কেভেটর চালক এবং মিন্টু মোল্লার ছেলে। পরিবারের সদস্যরা জানান, বিয়ের বিষয়ে বারবার চাপ দেয়া হলে নাজমুল ক্ষিপ্ত হয়ে বাজার থেকে ব্লেড এনে নিজেই বাথরুমে গিয়ে অন্ডকোষ ও পুরুষাঙ্গ কেটে ফেলেন। চিৎকার শুনে তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়। ছয় ঘণ্টা বিলম্বে নেওয়ায় তার অঙ্গ জোড়া লাগানো সম্ভব হয়নি। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। স্থানীয়রা জানান, মানসিকভাবে কিছুটা অসুস্থ নাজমুলকে কেউ “হিজড়া” বলেছিল বলেও শুনেছেন তারা। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।