প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

পাবনায় বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন যুবক

এস এম আলমগীর চাঁদ , বিশেষ প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় পারিবারিকভাবে বিয়ের জন্য চাপ দেয়ায় ক্ষুব্ধ হয়ে নিজের পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে ফেলেছেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে ২৬ জুন, বেড়ার কৈটলা ইউনিয়নের মানিকনগর গ্রামে। আহত যুবকের নাম নাজমুল তিনি পেশায় এস্কেভেটর চালক এবং মিন্টু মোল্লার ছেলে। পরিবারের সদস্যরা জানান, বিয়ের বিষয়ে বারবার চাপ দেয়া হলে নাজমুল ক্ষিপ্ত হয়ে বাজার থেকে ব্লেড এনে নিজেই বাথরুমে গিয়ে অন্ডকোষ ও পুরুষাঙ্গ কেটে ফেলেন। চিৎকার শুনে তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়। ছয় ঘণ্টা বিলম্বে নেওয়ায় তার অঙ্গ জোড়া লাগানো সম্ভব হয়নি। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। স্থানীয়রা জানান, মানসিকভাবে কিছুটা অসুস্থ নাজমুলকে কেউ “হিজড়া” বলেছিল বলেও শুনেছেন তারা। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন