ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
যুবক অনার্য
এতো কিছু ঘটবার পরেও
এই যে ফিরিয়ে দিলে
এতোটা পথ না মাড়িয়ে প্রথমেই
পারতে বলে দিতে
তোমার জন্য অন্য কেউ অপেক্ষা করে থাকে
অন্য কেউ তোমাকে সংগোপনে ডাকে
এসব কিছু লুকিয়ে রেখে
এই যে আমার সংগে জল কাদা পেরিয়ে
এসেছো এতোটা সুদূর
এসে বুঝতে দিলে তারপর
কেউ অপেক্ষা করে আছে
প্রথমেই কি পারতে না বলে দিতে
আমি যেনো আর কোনোদিন
তোমার ছায়াও
মাড়িয়ে না যাই
তাহলে কি আজ আমার সর্বনাশ এমন এভাবে হতো
আসলে আমি-ই বোকা
বুঝিনি বুঝতে পারিনি
প্রেম আর যুদ্ধে সব কিছু জায়েজ
আপনার মতামত লিখুন :