প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

প্রেমের কবিতা

যুবক অনার্য

এতো কিছু ঘটবার পরেও
এই যে ফিরিয়ে দিলে
এতোটা পথ না মাড়িয়ে প্রথমেই
পারতে বলে দিতে
তোমার জন্য অন্য কেউ অপেক্ষা করে থাকে
অন্য কেউ তোমাকে সংগোপনে ডাকে

এসব কিছু লুকিয়ে রেখে
এই যে আমার সংগে জল কাদা পেরিয়ে
এসেছো এতোটা সুদূর
এসে বুঝতে দিলে তারপর
কেউ অপেক্ষা করে আছে

প্রথমেই কি পারতে না বলে দিতে
আমি যেনো আর কোনোদিন
তোমার ছায়াও
মাড়িয়ে না যাই

তাহলে কি আজ আমার সর্বনাশ এমন এভাবে হতো

আসলে আমি-ই বোকা
বুঝিনি বুঝতে পারিনি
প্রেম আর যুদ্ধে সব কিছু জায়েজ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন