ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

একা

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ

যুবক অনার্য

মাঝে মাঝে একা থাকতে হয়
একা থেকে নিজেকে সময় দিতে হয়
একা থেকে দোকলা থাকবার তৃষ্ণা অনুভব করা
যুক্তিসঙ্গত প্রয়োজন
একা থেকে মনে মনে নিজেকে কবি দার্শনিক
ইত্যাদি ভেবে নিয়ে সুখ সুখ অনুভূতি
আস্বাদন করে নেয়া ভালো
প্রায়শ না হোক অন্তত কিছুটা সময়
একা একা ধ্যানমগ্ন থেকে আধ্যাত্মিক বোঝাপড়া
আত্মার একনিষ্ঠ খোরাক হতে পারে
মাঝে মাঝে একা থেকে বুঝে নিতে হয়
মানুষ মূলত একা
একচ্ছত্রবাদী ঈশ্বরের মতন অফুরন্ত একা