প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

একা

যুবক অনার্য

মাঝে মাঝে একা থাকতে হয়
একা থেকে নিজেকে সময় দিতে হয়
একা থেকে দোকলা থাকবার তৃষ্ণা অনুভব করা
যুক্তিসঙ্গত প্রয়োজন
একা থেকে মনে মনে নিজেকে কবি দার্শনিক
ইত্যাদি ভেবে নিয়ে সুখ সুখ অনুভূতি
আস্বাদন করে নেয়া ভালো
প্রায়শ না হোক অন্তত কিছুটা সময়
একা একা ধ্যানমগ্ন থেকে আধ্যাত্মিক বোঝাপড়া
আত্মার একনিষ্ঠ খোরাক হতে পারে
মাঝে মাঝে একা থেকে বুঝে নিতে হয়
মানুষ মূলত একা
একচ্ছত্রবাদী ঈশ্বরের মতন অফুরন্ত একা

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন