ঢাকা রবিবার ১৮ই মে, ২০২৫
শিবলু, বগুড়া: (১৭ মে শনিবার) বগুড়া জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ০৩(তিন)কেজি মাদকদ্রব্য গাজা সহ ০১জন মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার। ১৭/০৫/২০২৫ইং দুপুর ১২:৪৫ঘটিকা। বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর & রুবেল সি,এন,জি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর। ০৩(তিন) কেজি মাদকদ্রব্য গাজা ও ১টি স্কুল ব্যাগ সহ যাদব চন্দ্র(২১), পিতা-শ্রী মানিক চন্দ্র, মাতা-শ্রীমতি যাত্রীবালা, গ্রাম-পূর্ব নওদাবাস, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট, কে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র হতে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ধৃত আসামীদের বিরুদ্ধে কোন মামলা নাই। মামলা রজু প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :