প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় তিন কেজি গাজা সহ গ্রেফতার একজন

 শিবলু, বগুড়া: (১৭ মে শনিবার) বগুড়া জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ০৩(তিন)কেজি মাদকদ্রব্য গাজা সহ ০১জন মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার। ১৭/০৫/২০২৫ইং দুপুর ১২:৪৫ঘটিকা। বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর & রুবেল সি,এন,জি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর। ০৩(তিন) কেজি মাদকদ্রব্য গাজা ও ১টি স্কুল ব্যাগ সহ যাদব চন্দ্র(২১), পিতা-শ্রী মানিক চন্দ্র, মাতা-শ্রীমতি যাত্রীবালা, গ্রাম-পূর্ব নওদাবাস, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট, কে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র হতে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ধৃত আসামীদের বিরুদ্ধে কোন মামলা নাই। মামলা রজু প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন