মোঃ রুবেল হোসেন, সাভার ঢাকা: ঢাকা জেলার আশুলিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (১৪ মে)সকাল ৭টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইল শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই সাইফুল্লাহ আকন্দ। নিহতরা হলো- পাবনা জেলার সাথিয়া থানার সাটিয়া কুল এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানার শিমুলিয়া এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক মিয়া (৯)। তারা দুজনেই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। শিশুদের পরিবারের বরাতে এসআই আকন্দ বলেন, মঙ্গলবার বিকাল থেকেই দুই শিশু নিখোঁজ ছিল। এর মধ্যে বুধবার সকালে পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে স্বজনরাও ঘটনাস্থলে এসে শিশুদের পরিচয় নিশ্চিত করেন। পুলিশ জানান, প্রাথমিকভাবে নিহতদের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তারা মারা গেছে। “তবে দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।”
আপনার মতামত লিখুন :