প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারের আশুলিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

মোঃ রুবেল হোসেন, সাভার ঢাকা: ঢাকা জেলার আশুলিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (১৪ মে)সকাল ৭টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইল শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই সাইফুল্লাহ আকন্দ। নিহতরা হলো- পাবনা জেলার সাথিয়া থানার সাটিয়া কুল এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানার শিমুলিয়া এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক মিয়া (৯)। তারা দুজনেই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। শিশুদের পরিবারের বরাতে এসআই আকন্দ বলেন, মঙ্গলবার বিকাল থেকেই দুই শিশু নিখোঁজ ছিল। এর মধ্যে বুধবার সকালে পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে স্বজনরাও ঘটনাস্থলে এসে শিশুদের পরিচয় নিশ্চিত করেন। পুলিশ জানান, প্রাথমিকভাবে নিহতদের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তারা মারা গেছে। “তবে দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।”
Enter
Journalist

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন