ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

সাঘাটা উন্নয়ন সংস্থার সদস্য করাই ধন্যবাদ জানাচ্ছি

✒ নিজস্ব প্রতিবেদন:  প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: আলহামদুলিল্লাহ,অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি  সাঘাটা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মহোদয় Fahamidul Islam ভাই কে। তারপর সাঘাটা উন্নয়ন সংস্থার সকল সেচ্ছাসেবী সদস্যদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে সেচ্ছাসেবক সংগঠন সাঘাটা উন্নয়ন সংস্থার সদস্য হিসাবে কাজ করার সুযোগ প্রদান করার জন্য। সাঘাটা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মহোদয় Fahamidul Islam ও সকল উপদেষ্ঠা এবংসকল সদস্যদের নিয়ে আগামীতে সারাদেশে  সাঘাটা উন্নয়ন সংস্থার একটি সেচ্ছাসেবক সফল প্রতিষ্ঠিান হিসাবে গড়ে তুলতে পারি এ জন্য সকলে দোয়া রাখবেন ইনশাআল্লাহ।এগিয়ে জাবে সাঘাটা উন্নয়ন সংস্থার,সেবাই একমাত্র লক্ষ্য আমাদের।মানবসেবার মধ্যেই প্রকৃত সুখ ও শান্তি এটা সাঘাটা উন্নয়ন সংস্থার সকল সদস্যদের অন্তরের কথা হবে এটাই আশা।