প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সাঘাটা উন্নয়ন সংস্থার সদস্য করাই ধন্যবাদ জানাচ্ছি

নিজস্ব প্রতিবেদন: আলহামদুলিল্লাহ,অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি  সাঘাটা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মহোদয় Fahamidul Islam ভাই কে। তারপর সাঘাটা উন্নয়ন সংস্থার সকল সেচ্ছাসেবী সদস্যদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে সেচ্ছাসেবক সংগঠন সাঘাটা উন্নয়ন সংস্থার সদস্য হিসাবে কাজ করার সুযোগ প্রদান করার জন্য। সাঘাটা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মহোদয় Fahamidul Islam ও সকল উপদেষ্ঠা এবংসকল সদস্যদের নিয়ে আগামীতে সারাদেশে  সাঘাটা উন্নয়ন সংস্থার একটি সেচ্ছাসেবক সফল প্রতিষ্ঠিান হিসাবে গড়ে তুলতে পারি এ জন্য সকলে দোয়া রাখবেন ইনশাআল্লাহ।এগিয়ে জাবে সাঘাটা উন্নয়ন সংস্থার,সেবাই একমাত্র লক্ষ্য আমাদের।মানবসেবার মধ্যেই প্রকৃত সুখ ও শান্তি এটা সাঘাটা উন্নয়ন সংস্থার সকল সদস্যদের অন্তরের কথা হবে এটাই আশা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন