আহসান হাবিব শিবলু, বগুড়া: (০৯মে শুক্রবার) বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের সার্বিক দিক নির্দেশনায় থানার অফিসার ফোর্স কর্তৃক বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৩ জন রাজনৈতিক মামলার আসামী ১. শ্রী সুবির ঘোষ (৪৬), পিতা-মৃত সুপদ কুমার ষোঘ, ঠিকানা: স্থায়ী: গ্রাম- আকন্দপাড়া, উপজেলা/থানা-গাবতলী, জেলা-বগুড়াকে ২. মোঃ হাসিবুল হোসেন (২৬),পিতা- মোঃ রফিকুল ইসলাম, ঠিকানা: স্থায়ী: গ্রাম- লাংলু শিমুলতাইর, উপজেলা/থানা- গাবতলী, জেলা-বগুড়া ৩. মোঃ সাখাওয়াত হোসেন লিটন (৪৮), পিতা- মৃত শাহাদত হোসেন, ঠিকানা: স্থায়ী: গ্রাম-নেপালতলী, উপজেলা/থানা- গাবতলী, জেলা-বগুড়া এবং পরোয়ানাভূক্ত ০৫ জন আসামী সর্বমোট=০৮ জন আসামীকে বিভিন্ন এলাকা হইতে গ্রেপ্তার করিয়া যাথযথ পুলিশ স্কর্টের মাধ্যমে অদ্য ইং ০৯/০৫/২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে কথা হয় গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ সেরাজুল হক ঘটনা সত্যতা স্বীকার করেন।।
আপনার মতামত লিখুন :