প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়া গাবতলী মডেল থানায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামী গ্রেফতার

আহসান হাবিব শিবলু, বগুড়া: (০৯মে শুক্রবার) বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের সার্বিক দিক নির্দেশনায় থানার অফিসার ফোর্স কর্তৃক বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৩ জন রাজনৈতিক মামলার আসামী ১. শ্রী সুবির ঘোষ (৪৬), পিতা-মৃত সুপদ কুমার ষোঘ, ঠিকানা: স্থায়ী: গ্রাম- আকন্দপাড়া, উপজেলা/থানা-গাবতলী, জেলা-বগুড়াকে ২. মোঃ হাসিবুল হোসেন (২৬),পিতা- মোঃ রফিকুল ইসলাম, ঠিকানা: স্থায়ী: গ্রাম- লাংলু শিমুলতাইর, উপজেলা/থানা- গাবতলী, জেলা-বগুড়া ৩. মোঃ সাখাওয়াত হোসেন লিটন (৪৮), পিতা- মৃত শাহাদত হোসেন, ঠিকানা: স্থায়ী: গ্রাম-নেপালতলী, উপজেলা/থানা- গাবতলী, জেলা-বগুড়া এবং পরোয়ানাভূক্ত ০৫ জন আসামী সর্বমোট=০৮ জন আসামীকে বিভিন্ন এলাকা হইতে গ্রেপ্তার করিয়া যাথযথ পুলিশ স্কর্টের মাধ্যমে অদ্য ইং ০৯/০৫/২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে কথা হয় গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ সেরাজুল হক ঘটনা সত্যতা স্বীকার করেন।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন