আহসান হাবিব শিবলু ,(বগুড়া) গাবতলী প্রতিনিধিঃ (০৬মে মঙ্গলবার) ০২(দুই)জন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিঞ্জ আদালতে প্রেরণ করেন গাবতলী মডেল থানা পুলিশ । গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হকের নির্দেশে অফিসার কর্তৃক বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০২ জন পরোয়ানাভূক্ত আসামী ১। মোঃ তহিদুর রহমান তরুন সরদার সেতু পিতা-মোঃ নুর আলম সিদ্দিক, সাং-হোড়াদিঘী থানা-গাবতলী, জেলা-বগুড়াকে হোড়াদিঘী এলাকা হতে গ্রেফতার করা হয় এবং ২। মোঃ রবিউল ইসলাম পিতা- মোঃ টুকু প্রাং সাং-জায়গুলি দক্ষিণপাড়া উভয়ের থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গাবতলী থানাধীন জায়গুলি এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যাথযথ পুলিশ স্কর্টের মাধ্যমে অদ্য ০৬/০৫/২০২৫ খ্রি. বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হলো।
আপনার মতামত লিখুন :