প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়া গাবতলী মডেল থানা পুলিশ ২ জন আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ

আহসান হাবিব শিবলু ,(বগুড়া) গাবতলী প্রতিনিধিঃ (০৬মে মঙ্গলবার) ০২(দুই)জন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিঞ্জ আদালতে প্রেরণ করেন গাবতলী মডেল থানা পুলিশ । গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হকের নির্দেশে অফিসার কর্তৃক বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০২ জন পরোয়ানাভূক্ত আসামী ১। মোঃ তহিদুর রহমান তরুন সরদার সেতু পিতা-মোঃ নুর আলম সিদ্দিক, সাং-হোড়াদিঘী থানা-গাবতলী, জেলা-বগুড়াকে হোড়াদিঘী এলাকা হতে গ্রেফতার করা হয় এবং ২। মোঃ রবিউল ইসলাম পিতা- মোঃ টুকু প্রাং সাং-জায়গুলি দক্ষিণপাড়া উভয়ের থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গাবতলী থানাধীন জায়গুলি এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যাথযথ পুলিশ স্কর্টের মাধ্যমে অদ্য ০৬/০৫/২০২৫ খ্রি. বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হলো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন